স্টাফ রিপোার্টার : কলারোয়ার তুলসীডাঙ্গা গোয়ালঘাটা সার্বজনীন পূজা মন্ডপ উন্নয়নে সাতক্ষীরা জেলা পরিষদের বরাদ্ধের ১ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার সন্ধায় পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন তুলসীডাঙ্গা গোয়ালঘাটা সার্বজনীন পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক হরেন্দ্র নাথ রায়।
মতবিনিময় সভা শেষে সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসন তুলসীডাঙ্গা গোয়ালঘাটা সার্বজনীন পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে জেলা পরিষদের নগদ অর্থ হস্তান্তর করেন।