ডেস্ক রিপোর্ট : তৃতীয় বর্ষ পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করল সাতক্ষীরার বহুল প্রচারিত পাঠক নন্দিত দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকা। ২০১৮ সালের ৩০ জুলাই পত্রিকা সাতক্ষীরা থেকে প্রকাশনা শুরু করে। পত্রিকার তৃতীয় বর্ষপূর্তি ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে করোনা মহামারির কারণে অত্যন্ত জনাকীর্ণ পরিবেশে স্বাস্থবিধি মেনে পত্রিকার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) বিকেল ৫টায় শহরের পলাশপোল চৌধুরী পাড়ায় দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার অফিসে কেক-কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পত্রিকার সম্পাদক ও প্রকাশক একেএম আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কেটে আলোচনা করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি।

পত্রিকার নির্বাহী সম্পাদক শামীম পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিএম নুরুল ইসলাম, দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার ভারপ্রাপ্ত মাছুদুর জামান সুমন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক কাজী কামরুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক মোশাররফ হোসেন, সহযোগী সম্পাদক আহসানুর রহমান রাজীব, উপ-সম্পাদক মাজহারুল ইসলাম, দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি আসাদুজ্জামান সরদার, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার অনলাইন ইনচার্জ মো. রনি হোসেন, স্টাফ রিপোর্টার মাহফিজুল ইসলাম, নূর মনোয়ার, সার্কুলেশন ম্যানেজার মো. তরিকুল ইসলাম, প্রান্ত মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *