স্টাফ রিপোর্টার : জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশের দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখা।
রবিবার সাতক্ষীরা শহরের বাটকেখালি গোবিন্দ মন্দির প্রাঙ্গণে দলিত পরিষদ এর সাধারণ সম্পাদক গৌরপদ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই শোকসভা।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিমা পারভীন রত্না, মিলটন খন্দকার, বাংলাদেশ দলিত পরিষদের উপদেষ্টা শওকত হোসেন, বাংলাদেশ দলিত পরিষদ বেদে সভাপতি আকবর আলী প্রমুখ। শোকসভা শেষে দলিত সম্প্রদায়ের মাঝে রান্নাকরা খিচুড়ি বিতরণ করাহয়।