সভায় ফাউন্ডেশনের সভাপতি মু. আব্দুল কাদেরের সভপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন।
সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আবুল হোসেন, মু. এনামুল হক বিশ্বাস, কর্ণেল (অবঃ) রাশেদ আলী। এছাড়াও মাওলানা মুহিব্যুল্লাহ, নজরুল ইসলাম সহ ফাউন্ডেশনের ৯৭ জন সদস্য সভায় অংশ গ্রহণ করেন।
সভায় ফাউন্ডেশনের সাধারণ সদস্যদের প্রস্তাবনার প্রেক্ষিতে গঠনতন্ত্রের কয়েকটি অনুচ্ছেদের সংশোধন, পরিমার্জন, নাম ও ঠিকানা পরিবর্তনের জন্য পেশ করা হয়।
উপস্থিত সকলের মতামতের পর ‘গাজী ফাউন্ডেশন’ নিবন্ধন নং— ৭৪৩/২০০৬ইং এর পরিবর্তে নতুন নাম “নোঙর ফাউন্ডেশন” ও ঠিকানা গ্রামঃ সেকেন্দ্রা, পারুলিয়া, দেবহাটা, সাতক্ষীরা এর পরিবর্তে বর্তমান ঠিকানা গ্রামঃ নাংলা, ডাকঘরঃ দেবহাটা, উপজেলাঃ দেবহাটা, জেলাঃ সাতক্ষীরা। এবং গঠনতন্ত্রে স্লোগান সংযুক্ত, লক্ষ্য উদ্দেশ্য সংক্ষিপ্ত করনসহ কিছু অনুচ্ছেদের সংযোজন সর্বসম্মতিক্রমে সাধারণ সভায় অনুমোদিত হয়।