1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
October 2, 2023, 12:59 am

দেবহাটায় গৃহহীনদের বাসগৃহ উপহার উদ্বোধন বিষয়ক প্রেস কনফারেন্স

  • আপডেট সময় Monday, April 25, 2022
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় গৃহহীনদের বাসগৃহ উপহার উদ্বোধন অনুষ্ঠান বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
আগামী ২৬ শে এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে গৃহহীনদের বাসগৃহ উপহার উদ্বোধন অনুষ্ঠান বিষয়ক প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এম স্পশ। অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম—সম্পাদক আলী মোত্তের্জা মোহাম্মদ আনোয়ারুল হক, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, বীরমুক্তিযোদ্ধা ও দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল ওহাব সহ বিভিন্ন কর্মকর্তাগন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার জানান, দেবহাটায় তৃতীয় পর্যায়ে তিন ধাপে বরাদ্দ আসছে। যার মধ্যে প্রথম ধাপে ৫টি, দ্বিতীয় ধাপে ২০টি এবং তৃতীয় ধাপে ৩৩টি গৃহনির্মান করা হবে।
এদিকে মুজিব বর্ষের উপহারের প্রথম ধাপে ৫টি ঘরের মধ্যে বসন্তপুর এলাকায় নির্মান সম্পন্ন ৪ টি ঘর আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হবে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews