দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিশু ফোরামের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সুশীলন ও উত্তরণের সহযোগিতায় যৌথ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, শিশু ফোরামের সভাপতি মারিয়া সুলতানা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস, সুশিলনের এমএন্ডই স্পেশালিস্ট মামুন হোসেন, রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট কোর্ডিনেটর জুলিয়াস সরকার, উত্তরণের প্রজেক্ট অফিসার আবু এমরান।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও অন্যান্যদের মতমতের প্রেক্ষিতে ফেব্রুয়ার’২২ থেকে জুলাই’২২ পর্যন্ত যে সকল পরিকল্পনা গ্রহণ করা হয়:— ছেলে মেয়েদের মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে রাখতে বাবা—মায়ের সচেতনতা। লিফলেট বিতরণ ও অন্যান্য সচেতনতামূলক প্রচার প্রচারনা চালানো।
বাল্যবিবাহ বন্ধে এক থেকে দেড় মাস বিরামহীন প্রচারণা চালানো। পুলিশ স্টেশন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বর ও গ্রাম পুলিশদের নিয়ে মিটিং করা ও বাল্যবিবাহ বন্ধে মনিটরিং জোরদার করা এবং মাইকিং এর ব্যবস্থা করা। ইউনিয়ন পর্যায়ে বাল্য বিবাহ প্রতিরোধে পথনাটক আয়োজন করা।
ধর্মীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা এবং সপ্তাহে একদিন ধর্মীয় প্রতিষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধমূলক আলোচনা নিশ্চিত করা । বিভিন্ন পর্যায়ের সংগঠন, ক্লাব, ফোরাম, কমিটি শক্তিশালীকরণ ফলোআপ, মনিটরিং এবং রিপোর্টিং জোরদার করা। গ্রামের প্রতিটি বিয়ে গ্রাম পুলিশকে সাথে নিয়ে পর্যালোচনা করা।
বিয়ের এফিডেভিট কপি সংগ্রহ করা এবং জড়িত আইনজীবীদের তালিকা তৈরি করা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া। স্বাস্থ্য অধিদপ্তর বিশেষ করে ফ্যামিলি প্লানিং অধিদপ্তরের সাথে মিটিং করা ও মনিটরিং জোরদার করা।