অনুষ্ঠানের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ, দেবহাটা উপজেলা মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, রূপান্তরের প্রতিনিধি তহিদুজ্জামান তহিদ, সুশীলসমাজের প্রতিনিধি সহ পাঁচ ইউনিয়নের পিস ক্লাবের সদস্য বৃন্দ।
অনুষ্ঠান শুরুতে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষনা করা হয়। এছাড়া জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, উগ্রপন্থা পরিহারে শান্তির বানি শপথ বাক্য পাঠ করান উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান। শান্তি প্রতিষ্ঠায় আগামী ১৫দিন ব্যাপী বিভিন্ন প্রচার, প্রচারণা মুলক কর্মসূচি পালিত হবে বলেও জানানো হয়েছে।