দেবহাটা প্রতিনিধি :  দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুরে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।

এতে সুপেয় পানির আওতায় আসলো আস্কারপুর, হাদিপুর, জগন্নাথপুর, মাটিকুমড়া, বেজর আটিসহ ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ১০ হাজার পরিবার।

উল্লেখ্য এই এলাকার মানুষের কথা চিন্তা করে সাবেক স্বাস্থ্য ও পারিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক আলহাজ্ব ডাঃ আফম রুহুল হক এমপি’র সহযোগীতায় এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করা হয়।

পরে এটি জন সাধারণের ব্যবহারে অনুপযোগী হয়ে পড়লে আফম রুহুল হক এমপি’র পরামর্শে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান পুনরায় প্লান্টটি সংস্কারের ব্যবস্থা করেন।

শনিবার সকাল ১০ টায় আস্কারপুর আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্ব মইজুদ্দিন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটির সংস্কারের পরবর্তী উদ্বোধন করেন আলহাজ্ব মুজিবর রহমান। এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আঃ রব লিটু,

উপজেলার সহকারী প্রকৌশলী এস এম সেলিম হেসেন, হিসাব রক্ষক নুরুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ এইস সোহাগ, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের টেকনিক্যাল ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, আস্কারপুর আহ্ছানিয়া মিশনের সাধারন সম্পাদক আলহাজ্ব শওকত আলী মোড়ল, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক

আজিজুল হক আরিফ, নওয়াপাড়া ইউপি সচিব শেখ কামরুজ্জামান, ইউপি সদস্য নুরুজ্জামান, মিজানুর রহমান, আসমাতুল্লাহ গাজী আসমান, আকবার আলী, মহিলা ইউপি সদস্য আল্পনা অধিকারী, ফতেমা খাতুন, সমাজ সেবক হাবিবুল্লাহসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *