দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহাকে চুয়াডাঙ্গা জেলায় এবং সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধূরীকে বাগেরহাট জেলায় বদলী করা হয়েছে।

রবিবার (১৯ সেপ্টেম্বর) ওসি বিপ্লব সাহাকে চুয়াডাঙ্গায় এবং সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধূরীকে বাগেরহাট জেলায় বদলী করে খুলনা রেঞ্জ ডিআইজি’র কার্যালয় থেকে লিখিত আদেশ পাঠানো হয়।

লিখিত ওই আদেশে তাদের উভয়কে বদলীকৃত জেলার স্ব স্ব পুলিশ সুপারের কার্যালয়ে যোগানের কথা বলা হলেও, উভয়কে পৃথক জেলার কোন থানায় নিযুক্ত করা হয়েছে তা এখনো জানা যায়নি।

যার প্রেক্ষিতে মঙ্গলবার রাতেই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদের কাছে দায়িত্বভার হস্তান্তর করে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে যোগদানের জন্য থানা ত্যাগ করেন বিপ্লব কুমার সাহা।

অপরদিকে বুধবার বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করেছেন সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধূরী। বর্তমানে দেবহাটা থানার ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *