দেবহাটার চিহ্নিত ভূমিদস্যু ইসমাইল বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, সাতক্ষীরা সদর উপজেলা ভূমিহীন সমিতি। শনিবার সদর উপজেলা ভূমিহীণ সমিতির নেতৃবৃন্দ বলেন, দেবহাটা উপজেলার নোড়ারচক চারকুনি ভূমিহীন অসহায় জনপদের ৫ শতাধিক পরিবারকে অবৈধ অস্ত্রের মুখে জিম্মি করে ত্রাসে রাজত্ব কায়েম করা ইসমাইল গাজী প্রকৃতপক্ষে একজন ভূমিদস্যু। খাস সম্পত্তি দখল করে জিরো থেকে কোটিপতি হয়েছে ইসমাইল।
এবিষয়ে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় দোড়ঝাঁপ শুরু করে বিভিন্ন মহলকে ম্যানেজের চেষ্টাও করেন। ভূমিহীন সমিতি তদন্ত করে অবগত হয়েছেন, ইসমাইল একজন চিহ্নিত ভূমিদস্যু।
অবিলম্বে ওই ভূমিদস্যু ইসমাইল বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, সাতক্ষীরা সদর উপজেলার ভূমিহীন সমিতির সভাপতি শওকত আলী, সহ-সভাপতি শেখ নাছিমুল হাসান, আব্দুল হাই, সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পি, যুগ্ম শহিদুল ইসলাম শহিদ, সহ-সাংগঠনিক ফজলুর রহমান বাবু, ফুট্টি খাতুন, কোষাধ্যক্ষ জহুরুল হক, দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম, ইউসুফ আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি