মাহমুদুল হাসান শাওন, দেবহাটা : দেবহাটার নবাগত ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাকে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে শুভেচ্ছা ও মতবিনিময়কালে তাদের দুজনকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান উপজেলাতে কর্মরত অফিসাররা।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া
ইউপির প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম সহ সরকারি সকল দপ্তরের অফিসাররা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন।