দেবহাটা প্রতিনিধি : র্যাবের অভিযানে দেবহাটার সখিপুর গ্রামের মাদক ব্যাবসায়ী আবুল বাশার (৩২) আটক হয়েছে। সে উপজেলার সখিপুর এলাকার মৃত সৈয়দ আলী সানার ছেলে।
বুধবার রাত ৯ টার দিকে সাতক্ষীরা কোম্পানী কমান্ডার ইশতিয়াক হুসাইনের অভিযানে বাশারকে ৮৭ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
র্যাবের সাতক্ষীরা কোম্পানী কমান্ডার ইশতিয়াক হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে দেবহাটার সখিপুর এলাকায় মাদকদ্রব্য কেনাবেচার সময় অভিযান চালিয়ে ৮৭ বোতল ফেন্সিডিল, ১ টি মোবাইল ফোন ও ১ টি সিমকার্ডসহ আবুল বাশারকে হাতে নাতে আটক করা হয়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।