দেবহাটা প্রতিনিধি : আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে দেবহাটার পাঁচটি ইউনিয়নের এক হাজার সাত শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদারিদ্র পরিবারের মাঝে এসকল ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেক ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফার ব্যাক্তিগত উদ্যোগে তার পারুলিয়া বাসভবন অভিমুখে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ও দেবহাটা সদর ইউনিয়ন থেকে বাছাইকৃত পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর প্রমুখ।