দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় (অর্থায়নে) বোরো আবাদের লক্ষে অপরিকল্পিত ঘেরের পানি নিষ্কাশনে নালা (বরো-পিট) খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলার নোড়ারচক-চারকুনি এলাকার ওয়াহেদ মোল্লার ঘের হতে ওমর আলীর ঘের পর্যন্ত এ নালা খনন কাজের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, কৃষি সম্প্রসারণ অফিসার মো. শওকত ওসমান, উপ-সহকারী কৃষি অফিসার মো. আলাউর রহমান সিদ্দিকী, আহমাদ সাঈদ, মো. জাহিদুজ্জামান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক নওয়াব আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ইউপি সদস্য ইসমাইল গাজী সহ স্থানীয় কৃষকবৃন্দ।