দেবহাটা প্রতিনিধি : জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে মৃত দেবহাটার বাবলু সরদারের অসহায় গৃহহীন পরিবারকে নিজস্ব অর্থায়নে পাকা ঘর বানিয়ে দিয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা।
গেল প্রায় মাসব্যাপী নির্মানকাজ শেষে বুধবার সকালে উদ্বোধন পরবর্তী বাবলু সরদারের পরিবারের সদস্যদের কাছে নব-নির্মিত বাসগৃহটি হস্তান্তর করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিঁতা কেটে উক্ত বাসগৃহের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ.লীগ সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
এসময় মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাইসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।