দেবহাটা প্রতিনিধি : ডিসিদের শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এ আদেশ অবিলম্বে বাতিলের দাবিতে সারা দেশের ন্যায় সাতক্ষীরার দেবহাটাতে মানববন্ধন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ ভবন অভিমুখে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ কর্মসূচিতে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র প্রকৌশলীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তৃতাকালে এলজিইডি’র উপজেলা প্রকৌশলী শোভন সরকার বলেন, গত ১৮-২০ জানুয়ারী অনুষ্ঠিত ডিসি সম্মেলনে জেলা প্রশাসকরা প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিত করা সম্পর্কিত একটি অযৌক্তিক দাবি উত্থাপন করায় পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী তাৎক্ষণিক তা নাকচ করে দেন।
তারপরও জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৮ জানুযারি তারিখের স্মারক নং-০৫.০০.০০০০.১৪১.৯৯.০০১.২১.০৩ মূলে জারি করা চিঠির মাধ্যমে ডিসিদের এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব দিয়ে আদেশ জারি করা হয়। যা দেশের উন্নয়নবিরোধী ষড়যন্ত্র বলে আইইবি মনে করছে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এলজিইডি’র উপ সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী শেখ সাইফ আহমেদ, উপ সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী সোহাগ মিয়া, কার্য্য সহকারী জাহাঙ্গীর কবীর খান প্রমূখ।