দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় গত ২৪ ঘন্টায় আরোও ১৫ জনের শরীরে মহামারী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিপ্লব মন্ডল সাংবাদিকদের এ তথ্য জানান।
আক্রান্ত পনের জনের মধ্যে পিসিআর ল্যাব টেস্টে ১০ জনের এবং র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে পাঁচ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তাদের মধ্যে পারুলিয়াতে ৭জন, সখিপুরে ৩জন, কুলিয়াতে ৩জন এবং নওয়াপাড়া ও দেবহাটা সদর ইউনিয়নে একজন করে আরোও ২জন রয়েছেন।
করোনাক্রান্তরা হলেন, পারুলিয়ার অনুপ (৩০), খেজুরবাড়িয়ার রুহুল আমিন (৪৮), একই গ্রামের সুলতানা পারভীন (৪১), ফুলজান বিবি (৬৫), জাহাঙ্গীর আলম (৬৪), সাইফুল ইসলাম (৪৮), খলিসাখালির লুৎফর রহমান (৫৫), সখিপুরের সফুরা বেগম (৫০), শেখ ওমর (৩০), শামীম হোসেন (৩৮), কুলিয়ার আব্দুল্যাহ আল মামুন (৪২), আব্দুল্যাহ আল নোমান (২৪), রঘুনাথপুরের দূর্গাবালা (৬৫), নওয়াপাড়ার আষ্কারপুরের রোকেয়া (৫০) ও দেবহাটা সদরের ঘলঘলিয়া গ্রামের আছিয়া (৪০)।
আক্রান্ত পনেরো জন মিলিয়ে দেবহাটা উপজেলাতে কেবলমাত্র দ্বিতীয় ওয়েভে এপর্যন্ত ৮৬ জন এবং প্রথম ও দ্বিতীয় ওয়েভ মিলিয়ে মোট ১৮৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় তিনজন হোম আইসোলেশন মুক্ত হয়েছেন এবং বর্তমানে ৮৩জন করোনা রোগী হোম আইসোলেশনে রয়েছেন।
এদিকে করোনাক্রান্ত প্রত্যেকের বাড়ি তাৎক্ষনিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ঘোষনা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী অফিসার তাছলিমা আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *