দেবহাটা প্রতিনিধি : দেবহাটা সদর ইউনিয়নের প্রায় আড়াইশ দুঃস্থ ও অসহায় পরিবারকে করোনাকালীন মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে করোনাক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা পরিবার এবং লকডাউনের কারনে জীবিকা নির্বাহ বন্ধ হওয়া হতদরিদ্র, অসহায় ও নিন্ম আয়ের প্রায় আড়াইশ পরিবারের মাঝে জিআর প্রকল্পের আওতায় মানবিক সহায়তা হিসেবে নিত্য প্রয়োজনীয় মালামাল ও খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী।
বিতরনকালে ট্যাগ অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সালাম ও রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর শাহেদুজ্জামান। এসময় ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।