দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের প্রশিক্ষণ ভাতা ও সনদপত্র প্রদান করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের প্রশিক্ষার্থীদের হাতে প্রশিক্ষণ পরবর্তী সম্মানী ও সনদপত্র তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ। অন্যান্যদের মধ্যে মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান সহ আইজিএ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।