দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় অসহায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতার টাকা উধাওয়ের চাঞ্চল্যকর ঘটনাকে ধামাচাপা দিতে গণমাধ্যমকে তথ্য দেয়া সেই ইউপি সদস্য শেখ মোকারম হোসেনের সম্মানহানী করা হয়েছে।
এঘটনায় জড়িত ফারহানা পারভীন ও মাতিন নামের এক দম্পত্তিকে আসামী করে রবিবার ভুক্তভোগী ইউপি সদস্য শেখ মোকারম হোসেন সাতক্ষীরার বিজ্ঞ আমলী আদালতে মামলা দায়ের করেছেন।
তথ্য মতে, সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেবহাটার পাঁচটি ইউনিয়নের অসহায় ভাতা ভোগীদের ভাতার টাকা না পাওয়া সংক্রান্ত খবর প্রকাশ হলে ঘটনাটির তদন্তে নড়েচড়ে বসে প্রশাসন। প্রকাশিত ওই সংবাদে ইউপি সদস্য মোকারম হোসেনের বক্তব্যে উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইনের দায়িত্বহীনতার বিষয়টি উঠে আসলে ঘটনা ধামাচাপা দিতে দৌড়ঝাপ শুরু করেন তিনি।
একপর্যায়ে সমাজসেবা অফিসারকে বাঁচাতে তার অতি ঘনিষ্ট পারুলিয়া মাতৃকেন্দ্রের সম্পাদিকা ও উপজেলার কৈখালী গ্রামের ফারহানা পারভীন ও তার স্বামী মাতিন শনিবার নিজেদের ফেসবুক আইডিতে ভুয়া সংবাদ সম্মেলনের নামে ইউপি সদস্য মোকারম হোসেনকে জড়িয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচার মুলোক ভিডিও বার্তা প্রকাশ করে।
ফারহানা পারভীন ও তার স্বামী মাতিনের ফেসবুকে আপলোডকৃত ওই ভিডিও বার্তাকে সংবাদ সম্মেলন ভেবে বিভ্রান্ত হয়ে গুটি কয়েক মিডিয়া ইউপি সদস্য মোকারম হোসেন সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য গণমাধ্যমে প্রকাশ করে। যাতে তীব্র সম্মানহানী ঘটে মোকারম হোসেনের।
এছাড়াও ফারহানা পারভীন ও মাতিন প্রকাশ্যে ইউপি সদস্য মোকারম হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সম্মানহানী ঘটিয়েছে এবং ক্ষতিসাধনের হুমকি দিচ্ছে বলেও উল্লেখ করে রবিবার ওই দম্পত্তিকে আসামী করে আদালতে মামলাটি দায়ের করেছেন তিনি।