দেবহাটা প্রতিনিধি : মুক্তিযুদ্ধকালীন ৯ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের প্রতিষ্ঠিত দেবহাটার ইছামতি ইউনাইটেড ফার্ম-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় সখিপুর লাইট হাউজ কমিউনিটি সেন্টারে উক্ত বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠনটির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মাহমুদ গাজী, ডিরেক্টর কাম সেক্রেটারী জামসেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. সম গোলাম মোস্তফা, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, সাধারণ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শেখ ইয়াছিন আলী, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অবসরপ্রাপ্ত
অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও পারুলিয়ার চেয়ারম্যান প্রার্থী গোলাম ফারুক বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সখিপুরের চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম, পারুলিয়ার ইউপি সদস্য গাজী শহীদুল্যাহ, খেজুরবাড়িয়ার ইউপি সদস্য আব্দুল কাদেরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংগঠনটির দুই শতাধিক শেয়ার হোল্ডার ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।