দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় এক ইয়াবা ব্যবসায়ী সহ বিভিন্ন মামলার মোট ৪ আসামীকে গ্রেফতার করেছে দেবহাটা থানা পুলিশ। রবিবার দেবহাটা থানা পুলিশের অভিযানে উক্ত ৪ আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় অভিযান পরিচালনা করে ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
যার মধ্যে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী দেবহাটা সদরের মৃত রমজান আলীর ছেলে নুর আলম সাদ্দাম (৩২), সিআর মামলার আসামী সেকেন্দারা গ্রামের এমাদুল সরদারের স্ত্রী জেসমিন সুলতানা, নিয়মিত মামলার আসামী নাজিরেরঘের গ্রামের মৃত এলাই বক্স মোল্লার ছেলে সহিদুল মোল্লা(৪০) ও একই গ্রামের আব্দুল খালেকের স্ত্রী ফরিদা বেগম(৪৫)। গ্রেফতারকৃত আসামীদের রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।