দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ৬১ লাখ টাকা বরাদ্দে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র থেকে বীর মুক্তিযোদ্ধা ও নয় নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার প্রয়াত শাহজাহান মাস্টারের বাড়ীর অভিমূখে এক হাজার মিটার হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তা নির্মান কাজের টেন্ডারের লটারীর ড্র অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উক্ত লটারীর ড্র অনুষ্ঠিত হয়। এরআগে গত ১৭ ডিসেম্বর দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পরবর্তীতে ১৬ জানুয়ারী আগ্রহী ১৬৫ ব্যাক্তি ও প্রতিষ্ঠান দরপত্র ক্রয় এবং দাখিল করেন। এদের মধ্যে কয়েকটি দরপত্র বিভিন্ন ত্রুটিজণিত কারনে বাতিল করা হয়।
সবশেষে বুধবার জাকজমকপূর্ণ পরিবেশে দাখিলকৃত দরপত্রগুলোর লটারীর ড্র সম্পন্ন হয়। লটারীর মাধ্যমে উক্ত রাস্তা নির্মান প্রকল্পটি বাস্তবায়নে ঠিকাদারী প্রতিষ্ঠান নির্বাচিত হন দেবহাটার সখিপুরের মেসার্স সরদার এন্টারপ্রাইজের সত্বাধিকারী মোকলেছুর রহমান মুকুল।
এসময় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, এলজিইডির এস.ও সাইদুর রহমানসহ বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।