দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ, উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় ও মাসিক সাধারণ সভা, আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস ও ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত ভার্চুয়ালে চলে এ সভা। এতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুুজিবর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল লতিফ, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার প্রমুখ।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে অবহিত করা হয়। এছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা করা হয়।
একই সাথে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস ও ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি গ্রহন করা হয়। আগামী ২২ থেকে ২৬ ফেব্রুয়ারী দেশব্যাপী একযোগে করোনা’র গনটীকা দেয়া হবে।
যে সকল মানুষ এখনো টিকা’র আওতায় আসেনি তাদেকে নিকটস্থ কেন্দ্র থেকে টিকা গ্রহনের অনুরোধ জানানো হয়। টিকা নিতে যারা উৎসাহিত করে মানুষকে টিকা কেন্দ্রে নিয়ে আসবে তাদের জন্য পুরস্কারের ঘোষনা প্রদান করা হয়।
তাছাড়া যেসকল প্রাপ্ত বয়স্করা ২৬ ডিসেম্বরের মধ্যে করোনা’র টীকা নিবেনা, তারা পরবর্তীতে আর প্রথম ডোজের টীকা নিতে পারবেননা বলেও সভায় জানানো হয়।
এসময় নির্বাহী অফিসার খালিদ হোসেন সিদ্দিকী বলেন, করোনা’র ভ্যাকসিন নিতে আপনাদের কোন রেজিস্ট্রেশন করতে হবেনা, আপনারা শুধু এনআইডি কার্ড নিয়ে টীকা কেন্দ্রে পৌঁছাবেন; বাকি দায়িত্ব আমাদের।