দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় একরাতে পৃথক চারটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার সখিপুর ব্রীজের দক্ষিন পাশে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের দুপাশে অবস্থিত জিয়াদের মালিকানাধীন বিসমিল্লাহ এজেন্সী, শহিদুল ইসলামের আহছানিয়া মেশিনারিজ, রবিন বিশ্বাসের রবি স্টোর ও গৌতম মন্ডলের মালিকানাধীন নিউ কৃষিঘর নাম ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে এ চুরি সংঘটিত হয়।
সাম্প্রতিক সময়ে চলমান লকডাউনের জন্য সন্ধ্যার পর থেকে রাতভর বাজার এলাকা জনশুণ্য থাকায় দূর্বৃত্তরা সুযোগ বুঝে একের পর এক দোকানে চুরি সংঘটিত করতে সক্ষম হয়েছে বলে ধারনা স্থানীয়দের।
অন্যদিকে একাধিক দায়িত্বরত নৈশপ্রহরী থাকা স্বত্ত্বেও একসাথে এতাগুলো দোকানে চুরি হওয়ায় সখিপুর বাজার ব্যবস্থাপনা কমিটির দায়িত্বহীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তারা বাজার ব্যবস্থাপনা কমিটির কাছে ক্ষতিপূরণও দাবি করেছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, ইতোপূর্বে বাজারে একের পর এক চুরি হলেও বাজার ব্যবস্থাপনা কমিটিকে জানিয়ে কোন লাভ হয়নি। বারবার ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও বাজার কমিটির নেতৃবৃন্দরা কোন ব্যবস্থা নেননি। সর্বশেষ আবারো চোরচক্র একসাথে চারটি দোকানের সার্টার নিচ থেকে বাঁকিয়ে ভিতরে ঢুকে ক্যাশবাক্স ভেঙে নগদ প্রায় দুই লক্ষ টাকা নিয়ে গেছে।
সখিপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন বলেন, বাজারের ব্যবসা প্রতিষ্ঠান গুলোর নিরাপত্তায় পাঁচজন বেতনভুক্ত নৈশপ্রহরী রয়েছে। তারপরও কিভাবে চুরি সংঘটিত হলো সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। চুরির সাথে নৈশপ্রহরীদের কোন সম্পৃক্ততা আছে কিনা তাও অনুসন্ধান করা হচ্ছে।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, চুরির খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গুরুত্ব সহকারে এঘটনার তদন্ত করছে পুলিশ। দায়িত্বরত নৈশ প্রহরীদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।