দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ’র সাথে সৌজন্য স্বাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছেন নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন সাহেব আলী।
মঙ্গলবার সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দেবহাটা থানা ভবনে ওসি শেখ ওবায়দুল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য স্বাক্ষাত করেন আলমগীর হোসেন সাহেব আলী।
এসময় নওয়াপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমান আলী, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মামুন, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আবুল কাশেম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ছবিলর রহমন, সাধারণ সম্পাদক বাবু বিশ্বনাথ ঘোষ, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আছাদুর রহমান রব, ৮ নং
ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন গাজী, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক বাবু তাপস রায় সহ মূলদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।