দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় করোনায় আক্রান্ত হয়ে নির্মল কুমার দাস নামের এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। তিনি সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশ এবং ঘলঘলিয়া গ্রামের বাসিন্দা। রবিবার ভোর ৪টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী বলেন, করোনার সংকটময় পরিস্থিতির শুরু থেকে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের নির্দেশনা মোতাবেক মানুষকে মহামারী থেকে বাঁচাতে একজন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন নির্মল দাস।
বিগত প্রায় ২০দিন আগে তার করোনা শনাক্ত হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোররাতে তার মৃত্যু হয়। মৃত্যু পরবর্তী স্বাস্থ্যবিধি মেনে ভাতশালা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *