দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় আরোও একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের নাম কাশেম মোড়ল (৬৫)। তিনি উপজেলার পারুলিয়া ইউনিয়নের ভূমিহীন অধ্যুষিত জনপদ চারকুনি’র মৃত আদম মোড়লের ছেলে।
সম্প্রতি তীব্র শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।
পরবর্তীতে চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে পরীক্ষা শেষে বুধবার কাশেম মোড়লের করোনা ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়। বর্তমানে তিনি সামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে কাশেম মোড়লের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার আক্রান্তের বাড়িটি পরবর্তী ১৪ দিনের জন্য লকডাউন ঘোষনা করেন।