দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় অভিযান চালিয়ে গাঁজাসহ সাব্বির হোসেন (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার দক্ষিণ সখিপুর গ্রামের গফফার গাজীর ছেলে।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে এসআই আইনুদ্দীনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা কামটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকালে তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করে পুলিশ।