দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় অভিযানকালে মধূ দাশ ওরফে ভুট্টো (৩৭) নামের এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার মাঝ পারুলিয়া গ্রামের মৃত নিমাই দাশের ছেলে।
শনিবার দিবাগত ভোররাতে দেবহাটা থানার এসআই নূর মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে পুলিশ সদস্যরা খেজুরবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে।
এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে ধৃত মধূ দাশ ওরফে ভুট্টোকে বিচারার্থে আদালতে সোপর্দ করে পুলিশ।