দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় একটি চুরি মামলায় কালীগঞ্জের অহিদ মালি (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কালীগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মোহাম্মাদ মালির ছেলে।
সোমবার (২৯ জানুয়ারি) ভোররাতে উপজেলার সখিপুরে সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠ এলাকায় অভিযান চালিয়ে দেবহাটা থানার এসআই সেলিম রেজা সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বলেন, গেল বছরের ১৪ নভেম্বর দেবহাটা থানায় দায়েরকৃত একটি চুরি মামলায় (নং-০৯) আসামি ছিলেন অহিদ মালি। গ্রেপ্তার পরবর্তী বিচারার্থে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।