দেবহাটা প্রতিনিধি : বিগত ইউপি নির্বাচনের এক বছর পূর্তিতে এবং স্বচ্ছতা ও জবাবদিহীতা মুলোক ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষে ব্যাতিক্রমী উদ্যোগ নিয়ে জনগনের মুখোমুখি হয়েছেন দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের আলমগীর হোসেন সাহেব আলী।
মঙ্গলবার বিকেলে নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানের আয়োজন করে রীতিমতো সাধারণ মানুষকে চমকে দিয়েছেন তিনি। আলমগীর হোসেন সাহেব আলী উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে ক্ষমতাসীন দল সমর্থিত একমাত্র বিজয়ী চেয়ারম্যান।
আয়োজিত অনুষ্ঠানে জনগনের সাথে সরাসরি প্রশ্নত্তরে গেল এক বছরে ইউনিয়নে সাধিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চিত্র মানুষের সামনে তুলে ধরেন চেয়ারম্যান। পাশাপাশি আগামীতে কোথায় কি উন্নয়ন করা প্রয়োজন সেবিষয়েও মানুষের প্রত্যাশা ও পরামর্শ গ্রহণ করেন তিনি।
পরে উপস্থিত গণজমায়েত থেকে ভালনারেবল উইমেন বেনিফিট (ভি.ডাব্লিউ.বি) প্রকল্পের সুবিধাভোগী বাছাই করা হয়। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, ইউপি সচিব জাহাঙ্গীর হোসেন সহ ইউনিয়নের সকল জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।