দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় নব-নির্মিত জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের উদ্বোধনসহ দুঃস্থদের মাঝে গবাদিপশু, শীতার্তদের মাঝে শীতবস্ত্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে সরকারী প্রনোদনার ধানবীজ বিতরণ করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।
সোমবার বিকেল থেকে দেবহাটা উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিঁতা কেটে উক্ত ভবনের উদ্বোধণসহ এসকল উপকরণ বিতরণ করেন তিনি। বিতরণ শেষে উদ্বোধণের অপেক্ষায় থাকা উপজেলা চত্বরের মডেল মসজিদটি পরিদর্শন করেন তিনি।
এসময় দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সদর ইউপির সাবেক চেয়ারম্যান আবু বকর গাজী, সখিপুর ইউপির সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন রতন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, সমাজসেবা অফিসার অধীর গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানসহ বিভিন্ন দপ্তরের অফিসার, দলীয় নেতাকর্মী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।