দেবহাটা প্রতিনিধি: দেবহাটা জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে নূর নাহার (৫২) নামের এক বৃদ্ধাকে পিটিয়েছে প্রতিপক্ষরা। রবিবার বিকেলে উপজেলার বহেরা গ্রামে এ মারপিটের ঘটনাটি ঘটে। মারপিটে আহত নূর নাহার বহেরা গ্রামের আনারুল ইসলামের স্ত্রী। বর্তমানে তিনি দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের স্বামী আনারুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশি আনিছুর মোল্যার ছেলে মাদক ও অস্ত্র মামলায় জেলখাটা আসামি বাপ্পী মোল্যার পরিবারের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তাদের বিরোধ চলে আসছিল। রবিবার বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে একপর্যায়ে প্রতিপক্ষ বাপ্পী মোল্যা, তার বোন মামনি খাতুন, বাবা আনিছুর মোল্যা ও মা বকুল খাতুন আকর্ষিক আনারুলের বসত ভিটার প্রাচীর ভাংচুর শুরু করে।
এসময় তার স্ত্রী নূর নাহার বাঁধা দিতে গেলে তাকে বেধড়ক পিটিয়ে জখম করে প্রতিপক্ষরা। পরে স্থানীয়রা তাকে আহতবস্তায় উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় আহতের স্বামী আনারুল ইসলাম বাদী হয়ে মারপিটকারীদের বিরুদ্ধে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে অভিযোগ দায়েরের পর ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ।