দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ এবং মৎস্য খামারি ও উদ্যোক্তাদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৩১ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে মৎস্য অধিদপ্তর।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং সিনিয়র মৎস্য অফিসার মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আল ফেরদাউস আলফা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মেরিন ফিসারিজ অফিসার মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।
সভাশেষে উপজেলার বিভিন্ন এলাকার সফল মৎস্য খামারিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়ার পাশাপাশি উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।