দেবহাটা প্রতিনিধি: ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সোমবার সকাল ১০ টায় বিআডিবি হলরুমে এক আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।
মৎস্য অফিসার বদরুজ্জামানের সভাপতিত্বে ওই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, যুব উন্নয়ন অফিসার আমিনুর রহমান, সহকারী যুব উন্নয়র অফিসার কুতুব উদ্দীনসহ ওই দপ্তরের বিভিন্ন প্রকল্পের প্রশিক্ষনার্থীরা।