দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিআর সাজাপ্রাপ্তসহ ওয়ারেন্টভুক্ত ৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহর দিকনির্দেশনায় মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে এসআই হাফিজুর রহমান, এসআই নূর মোহাম্মাদ মোস্তফা, এএসআই সুজিত কুমার বিশ্বাস, এএসআই মোজাহিদুল ইসলাম, এএসআই এসএম মোজাম্মেলসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, পারিজারি মামলার আসামী সুশীলগাতী গ্রামের মাজেদ মিস্ত্রির ছেলে মেহেদী হাসান, জিআর ২৮৩/১৩ মামলার আসামী উত্তর কুলিয়ার আব্দুল মান্নান আনসারীর ছেলে হাবিবুর রহমান বাবু, সিআর ১৭৪/২১ (দেব:) মামলার আসামী উত্তর কুলিয়ার আনারুল ইসলামের স্ত্রী সালমা বেগম, নারী-শিশু নির্যাতন দমন আইনের ৩৩০/১৯ মামলার আসামী সুবর্ণাবাদের দিবু মন্ডলের ছেলে ক্ষিতিশ মন্ডল ও তার স্ত্রী কালিদাসী মন্ডল এবং একই গ্রামের অরুণ বর্মনের স্ত্রী রানু বর্মন। পরে গ্রেফতারকৃতদের বিচারার্থে আদালতে প্রেরণ করে পুলিশ।