দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় জুয়ার আসরে হানা দিয়ে ১২ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি বিপ্লব সাহার নেতৃত্বে এসআই আশিক রায়হান ও এএসআই সুজিত বিশ্বাস সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার কুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। অভিযানকালে জুয়ার বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার উত্তর কুলিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে জিয়ারুল ইসলাম (৩৫), আকবর আলীর ছেলে ইখতার আলী (২৮), মৃত নূর আলী মুন্সীর ছেলে আবুুুু লাহাব (৩৩), আইয়ুব আলীর ছেলে শাহিনুর ইসলাম (৩৪), মৃত রহিম সরদারের ছেলে সবুজ সরদার (৩৬), আকবর আলীর ছেলে মোক্তার আলী (৩২), আব্দার গাজীর ছেলে আব্দুর রশিদ (৫০), মৃত আরশাদ আলীর ছেলে কাইয়ুম জামান (৪৫), মৃত আবু মুছার ছেলে রফিকুল ইসলাম (৫০), মৃত ঈমান আলীর ছেলে মোনাজাত হোসেন (৫০), মৃত হারুন উর রশিদের ছেলে সাইফুল ইসলাম (৩০) ও মৃত গোলাম আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৮)।
ওসি বিপ্লব সাহা বলেন, কুলিয়া পল্লীমঙ্গল ক্লাবে প্রশাসনের নজর এড়িয়ে নিয়মিত জুয়ার আসর বসছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম সহ আন্তঃ জেলা জুয়াড়ী চক্রের ১২ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের (নং-৭) পরবর্তী বৃহষ্পতিবার সকালে বিচারার্থে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।