দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় রুপালী বেগম নামের তিন বছরের জিআর ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত এক নারী আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বহেরা গ্রামের কিনু সরদার ওরফে আব্দুল ওহাব সরদারের মেয়ে এবং আব্দুল মালেকের স্ত্রী।
গ্রেফতারকৃত রুপালী বেগম সাতক্ষীরা জেলাসহ অন্যান্য জেলায় ৬টি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন। শুক্রবার ভোররাতে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে এসআই আসিফ মাহমুদ, এএসআই আব্দুল আলিম, এএসআই আব্দুর রহিমসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
জিআর ৫১০/১৩ মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী ছিলেন রুপালী বেগম। গ্রেফতার পরবর্তী তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।