দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় মনিরুল ইসলাম (৪৫) নামের এক অসহায় দিনমজুরের পরিবারকে নিজ অর্থায়নে বাসগৃহ নির্মাণ করে দিয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা।
রবিবার দুপুরে সদ্য নির্মিত বাসগৃহটি সুবিধাভোগী পরিবারের কাছে হস্তান্তর করেন তিনি। দিনমজুর মনিরুল ইসলাম উপজেলার দেবীশহর গ্রামের নজির খাঁ’র পুত্র। দীর্ঘদিন ধরে চার কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে জরাজীর্ণ ঘরে দূর্বিষহ জীবন যাপন করছিলেন তিনি।
সম্প্রতি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারটির দুঃখ দূর্দশার বিষয়টি জানতে পেরে ব্যাক্তিগত অর্থায়নে ওই পরিবারটির জন্য বাসগৃহ নির্মাণের উদ্যোগ নেন আল ফেরদাউস আলফা।
বাসগৃহ হস্তান্তরকালে স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামান সরদার ও মহিলা সদস্যা হামিদা খাতুন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *