দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় পারিবারিক কলহের জের ধরে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার আষ্কারপুর গ্রামে এঘটনা ঘটে।

মারপিটে আহতরা হলেন, আষ্কারপুরের আহছানউল্লাহ গাজী, তার স্ত্রী শারমিন ও চাচী ঝর্না পারভীন। বর্তমানে তারা সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আহছানউল্লাহ বলেন, প্রায় সাতমাস আগে দক্ষিন পারুলিয়ার খেজুরবাড়িয়া গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে শারমিনের সাথে পারিবারিকভাবে তার বিয়ে হয়।

বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার মা সহ অন্যান্যরা আমার এবং আমার স্ত্রীর ওপর শারিরীক ও মানসিক নির্যাতন করে আসছিল। আমি এসবের প্রতিবাদ করায় কিছুদিন যাবত বিষয়টি নিয়ে আমার পরিবার ও নিকট আত্মীয়দের মধ্যে কলহ চলে আসছিল।

বুধবার আমার অনুপস্থিতিতে এমনই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার মা, খালা মাসুরা পারভীন, ছফুরা খাতুন, ফরিদা খাতুন, নানী শাহারবানু, খালাতো ভাই বাপ্পী মিলে আমার স্ত্রী শারমিনকে মারপিট শুরু করে।

এসময় আমার চাচী ঝর্না বেগম বাঁধা দিতে গেলে তাকেও এলোপাতাড়ি মারপিট করে আহত করা হয়। পরে আমি বাড়িতে ফিরে এব্যাপারে শুনতে গেলে তারা আমাকেও মারপিট করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এঘটনায় আহতদের পক্ষ থেকে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *