দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী ২০১৯ সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের দেবহাটা এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ প্রমূখ। সভায় দূর্যোগের স্থায়ী আদেশাবলী সম্পর্কে বিস্তারিত অবহিত করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র এরিয়া প্রোগ্রাম ম্যানেজার তপন মন্ডল এবং স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র রামপাল এসইও সিনিয়র ম্যানেজার ফুলি সরকার।
এসময় দেবহাটা প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, মৎস্য অফিসার আলমগীর হোসেন, শিক্ষা অফিসার মো. শাহজাহান, প্রকৌশলী শোভন সরকার, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, আনসার ভিডিপি অফিসার আশালতা পারভীন, আইসিটি অফিসার ইমরান হোসেন, দেবহাটা এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার ফুলি সরকার, সুশীলনের প্রোগ্রাম অফিসার রাসেল আহমেদ, উত্তরণের শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।