দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় করোনা পরিস্থিতিতে অসহায় পত্রিকা পরিবেশক আলাউদ্দীনকে জীবিকা নির্বাহের জন্য ভ্যান দিয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা। শুক্রবার বিকেলে পত্রিকা পরিবেশক আলাউদ্দীনের হাতে ভ্যানটি হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন হীরা, জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আরমান হোসেন, কেবিএ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান তন্ময় সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত থেকে ভ্যানটি পত্রিকা পরিবেশক আলাউদ্দীনের হাতে তুলে দেন।