দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অভিযান চালিয়ে জিআর ও সিআর মামলার ওয়ারেন্টমূলে ৬ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দেবহাটা থানার এনজিআর ১০/২২ মামলার আসামী সুশীলগাতি গ্রামের মৃত খোদাবক্স মিস্ত্রির দুই ছেলে আব্দুল মাজেদ সরদার (৭০) ও একতার হোসেন (৪৫), আব্দুল মাজেদের ছেলে বাবুল হোসেন (৩৮), জিআর ১০৬/২২ মামলার আসামী দক্ষিন নাংলার আশরাফ সরদারের ছেলে আসাদুল সরদার (২৮), নওয়াপাড়ার মৃত এন্তাজ গাজীর ছেলে সামাদ গাজী (৩৮), এবং সিআর ৪৪/২২ মামলার আসামী দক্ষিন সখিপুরের মৃত হাজারী লাল মন্ডলের ছেলে নরেন্দ্রনাথ মন্ডল।
দেবহাটা থানার এসআই লালচাঁদ আলী, এসআই শোভন দাস, এএসআই আব্দুর রহিম, এএসআই জাহিদুর রহমান, এএসআই শামীম হোসেন ও এএসআই হুমায়ূন কবির সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ।