দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় পুলিশের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০ এনসিসি ব্যাংকের সাবেক পরিচালক আবুল কাশেমের অর্থায়নে ও দেবহাটা থানা পুলিশের ব্যবস্থাপনায় এ ত্রাণ বিতারণ করা হয়।
উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি তদন্ত ফরিদ আহম্মেদ, সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, এসআই মিজানুর রহমান, আশিকুর রহমান, পিএসআই মিঠুন মজুমদার, মোজাম্মেল হক সহ সকল পুলিশ সদস্যরা।
এসময় ১০০ জন ভ্যান, ইজিবাইক, মহেন্দ্র চালককে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। যার মধ্যে ১০ কেজি চাল, এক কেজি ডাল, ২ কেজি আলু প্রদান করা হয়।