দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে ৩১তম আর্ন্তজাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। ‘অর্ন্তভূক্তিমুলক উন্নয়নের জন্য পরিবর্তনমূখী পদক্ষেপ, প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মানে উদ্ভাবনের ভূমিকা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে শনিবার সকাল ১০টায় উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের হয়।
র্যালীতে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। এসময় দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইনসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আজিজুল হক আরিফ প্রমূখ।