দেবহাটা প্রতিনিধি : সহিংসতাকালীন সময়ে বিএনপি ও জামায়াত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসীদের নির্মম ও নারকীয় হত্যাযজ্ঞের শিকার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক শহীদ আবু রায়হানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ব্যাক্তিগত উদ্যোগে রবিবার বিকেলে আসরের নামাজ শেষে মাঝ পারুলিয়া সরদার বাড়ি জামে মসজিদে এবং এশার নামাজ শেষে পারুলিয়া বাজার সেড মসজিদে প্রয়াত আওয়ামী লীগ নেতা আবু রায়হানের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।