দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, গাঁজা সহ বিভিন্ন মামলার ৪ আসামী গ্রেফতার হয়েছে।
শুক্রবার থেকে শনিবার ভোর পর্যন্ত পৃথক অভিযানে মাদ্রক দ্রব্য জব্দ সহ উক্ত আসামীদের গ্রেফতার করে পুলিশ।
উপজেলার উত্তর পারুলিয়ার চারাবটতলা জনৈক আবু তালেব এর চায়ের দোকানের পাশ থেকে ১৫ (পনের) বোতল ফেনন্সিডিলসহ মাদক ব্যবসায়ী নারীকেলী গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে ওলিউল্লাহ সরদার (২৯) ও মাঝ সখিপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে সাকিব হোসেন (২০) গ্রেফতার করা হয়েছে।
অপর একটি অভিযানে সন্নাসখোলা পূজামন্দেরের সামনে হইতে ৫০(পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ সাতক্ষীরা পৌরসভা এলাকার জাকির হোসেন গাজীর ছেলে জামির হোসেন গাজী(২৪)কে গ্রেফতার করে পুলিশ।
এছাড়া সিআর ৯৬০/২১ মামলার আসামী মাঝ সখিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে এস.এম আফতাবুজ্জামানকে গ্রেফতার করে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।