দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী, গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ যথাযোগ্য মর্যদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফরিদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান
আবু বকর গাজী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, শিক্ষা অফিসার শাহাজান আলী, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারমান আছাদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলার দপ্তর প্রধানগণ। দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে বিস্তারিত আলোচনাসহ কয়েকটি বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে।