মাহমুদুল হাসান শাওন, দেবহাটা : সাতক্ষীরার দেবহাটায় বাইক দূর্ঘটনায় তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় অভিমুখে তাদের বহনকারী মোটর বাইকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দূর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার পুষ্পকাটির মফিজুর কারিকরের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী সজিব হোসেন (২৭), সাতক্ষীরা সদরের বুলারাটি গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৫) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে মামুন হোসেন (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তিন বাইক আরোহী দ্রুত গতিতে কালীগঞ্জ অভিমুখ থেকে তাদের বাড়ী পুষ্পকাটি অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে তাদের বাইকটি রাস্তার পাশে থাকা একটি রেইনট্রির গায়ে আছড়ে পড়ে। এসময় ঘটনাস্থলেই তাদের তিনজনের মৃত্যু হয়। তাদের ধারনা মাদকাসক্ত অবস্থায় বাইক চালনার কারনে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটতে পারে।
দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বিপ্লব সাহা বলেন, ঘটনাস্থল পরিদর্শনসহ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণের প্রক্রিয়া চলছে।
বেপরোয়া গতিতে বাইক চালিয়ে যাওয়ার সময় এ দূর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরো বলেন, বাইক আরোহীরা মাদকাসক্ত অবস্থায় ছিল কিনা তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *